সময়ের পাতা ঝরা বিষাদের আঙিনায়
চেয়ে আছি সন্তরণপটু সময়ের 'কারিশমা' দেখতে
যেমন ঈগল চোখেরা খোঁজে নক্ষত্র চেনা নীলিমায়।


ছায়াঘন আম্র-তমাল জাগে নিবিষ্ট চিতে
অপয়া রূপে হিরণ্ময় ছায়া এক সুমুখে দাঁড়ায়
সদা নৃত্য করে নির্ঝরের রুপোলী ধারায়।


কি যেন ব্যথার আঁকশি এক আমায় ঝোলায়
নিখিল শূন্যতার অসীম অলিন্দ পথে
খুঁজে ফিরি অসীমের নীলাচল।


দিনক্ষণ জানি না, ঠিকানা পাই না খুঁজে
সুজন পথেরা আজ আমার বাসর
সুখের আসর হাসায় আমায়, কাঁদায় সে অবিরল।


স্নেহের আশিস করতল ছুঁয়ে যায় ক্রমে
উদার কন্ঠে বলে – ‘সুখী হও বৎস যাপিত জীবনে’
আর কত শূন্যতায় মাথা কুটে মরবে বলো!


ফিরাও দৃষ্টি এবার প্রশান্তির ভ্রান্ত কামনা থেকে
রজ্জু পরাও বিষাদের গলে,
হেসে উঠো আরবার সুখের হরষে।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৭৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।