কিছু প্রেম ছিল মনের ভাগাড়ে বন্দি
দুরাশার বাতায়নে ঝুলে; মধুর প্রতীক্ষায়।
এক কোকিলে এলো না বসন্ত পুষ্পিত বনে
নিঃসঙ্গ কন্থায় কাটেনি শীতের কুয়াশা
পলল বিরহ গেল না সমূলে মুছে...


মনন জুড়ে বোধ-বুদ্ধির বায়বীয় সমীকরণ
সময়ের আলিঙ্গন ছিঁড়েছে তিতলির প্রবল তোড়ে
দুরতিক্রম্য বিভেদের সীমানা অতিক্রান্ত প্রায়
স্মৃতির পাখিরা তেড়ে-ফুঁড়ে ভিড় করে এসে
নিগড় নিলয়ের বিভাজিত এষণায়।


স্বর্ণডিম্ব প্রসবিনী হংস মালিকের ন্যায়
বোকা হওয়া নয় আর, হও সুচতুর বেনিয়া
প্রাগৈতিহাসিক দীর্ঘঃশ্বাসে বাতাস করো না ভারী
অদম্য প্রাণের উৎস সন্ধানে ফিরে চলো
যুগান্তরে পরিত্যাজ্য হোমো স্যাপিয়েন্স প্রাণে।