শান্ত নদীর চরায় উদ্বাহু জীবনখানা  
এক-পেয়ে খুঁটি
আতি-পাতি খুঁজে ফিরে –
জগৎ রহস্যের খুঁটিনাটি


নিয়তির করতলে কী অভিঘাত
বইছে নিরবধি
কী লাভা’র স্রোতে ভেসে চলে
মহাকাল বারিধি?


জন্মাবধি খুঁজছে মানুষ কোথা আদি
কোথা সেই অন্ত –
বালুকাবেলার প্রতিটি কণায় আজো
সেই জিজ্ঞাসা অফুরন্ত!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৪৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।