(অনুপ্রাসে গড়া অন্ত্যমিল বিহীন সৃষ্টিছাড়া ছন্দ)


যখন তুমি আসলে আমার
যোজন পথের যাত্রী হয়ে
আবার যখন মন কোরকে
বিরাগ বীথির ছায়া দিলে -
অধির আমি শ্বাস ভুলে যাই,
বধির এ মন ছন্দ হারায়।
ধন্দে মেতে পথ ভুলে যাই
নিশি কাড়া আঁধার রাতে।


আমচি গড়ের খামচি হয়ে
ভাসাও তরী দূর বিদেশে –
কখনো শূন্যে উড়ি, দিতে পাড়ি
ভাবনা নদীর ওই সুদূরে।
দুঃখের পরে সুখ যে নাচে
সুখের পরে কী দুঃখ হাসে?
ভাবনাতে মন বারে বারে
তার আশাতে থাকে সে উন্মুখ?


স্মৃতির পাতা খালি করে
সুর ভেসে যায় কোন নীলিমায়?
এসো না-হয় আলোর রথেই
চিমটি হাসির অধর ছুঁয়ে
ভাঙ্গা পথের রাঙা বাঁকে
মন বাজুটি ছুঁয়ে না-হয়
আধখানা চাঁদ ঠোটে ধরে রেখো।

নিটোল আলোর একফালি রোদ
আবার না-হয় ভুল করেই গেঁথো!


_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-০৯) প্রকাশিত