কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________


দল মেলে যায় মনে শত ভাবনার ফুলকুঁড়ি
কাব্যাকাশ জুড়ে থাকা পাখিদের উড়া-উড়ি
বর্ণ-ছন্দে জেগে উঠে শব্দ-কথার মিছিল
ভেঙে যাক অন্ধ বাঁক - অসুন্দরের পাঁচিল।
 
বাঁধন ছিঁড়ে যায় যদি যাক কাব্যকথার মালা
ডাকলে পিছু ফিরবে না গড়িয়ে যাওয়া বেলা
হতাশ কবি, আকাশ ‘পরে দেয় ভাসিয়ে তার
উদাস মেঘের ভেলায় বল্গাহারা শব্দ বেশুমার।
 
কাব্যদেবী অনামিকা শতদলে প্রণয়-নিচয়
কাব্য বিনে মানবে না সে কোনই অবচয়।
মন্দ-ভাল যা-ই লিখি; বন্ধুরা ক'ন বেশ
ভালবাসার শত প্রভা পাই অনিঃশেষ!
 
বুঝি না কিছুই স্পষ্ট কি তা অস্পষ্ট দুরূহ ছবির
দেখি না ভাব এর কতটা ব্যাপক কতটা গভীর
রাতের গর্ভে তামস রূপ আলোর গর্ভে শূন্যতা
করতালি পাই কিছু তাই ছন্দে গাঁথি কবিতা।