কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________


এলোমেলো কত কথা ভাবে কবি আনমনে
ভাবনারা ভাষা পেলে ভাজে সুর সঙ্গোপনে।
পেতাম যদি সৃষ্টিশীল কোনও কবিতার মন
ধন্য হতো অধমের এই আধ-পোড়া জীবন।


মানবিকতার ডাক দিয়ে যায় কবন্ধ সময়
খুলে বিবেকের খিল এ বুকে জাগে প্রত্যয়।
স্মৃতির প্রাক্কলনে শব্দরা যখন কবিতা কপাট
স্বপ্নাহৃত নিশিথার ঘুম আর হবে না লোপাট।


কথাকলির বিহ্বলতায় শব্দ ফোয়ারা কবিতা হলে
গর্জে উঠুক আর একটিবার এরা সরব কোলাহলে।
কল-কল ঝর্নাধারা যাবে ছুটে  দখিন রোয়াক বয়ে
সমস্বরে কইবে কথা (কবিতারা) ডালিম কুমার হয়ে।


যদি ফের দেখা হয় দুর্লভ কোনও ক্ষণে -
জেনে নেবো ঠকে শেখা জীবনের মানে।
ভেবে রাখা কত কথা, না-গাওয়া কত গান
বলে যাই হেসে খেলে মেলে ধরি নিজ প্রাণ।


যা ছিল আমার বলার হয়ে গেছে সবই বলা
অপার মুগ্ধতায় দেখি কাব্যভূমির চিত্রকলা!