জীবন তো নয় কবিতার খাতা -
চয়িত শব্দের অরূপ সুষমায় সাজিয়ে যাবো!
সে তো নয় মালিকা ফুলের -
বাহারী ফুল গেঁথে নিছক তারে সাজাবো!


ক্ষুধার জ্বালায় ধূর্ত শেয়াল
মুরগীর ছবি এঁকে চাটে দেয়ালে
বিবিধ সীমানায় কত স্বপ্নের বাঁক;
হেথা হোথা - আদিতে বা অন্তে।


যাপন বিষাদের নিদাঘ তিমিরে
যে গানখানি আজো মন উঠে গেয়ে
আর কিছু নয় সে যে -
কবিতায় কথা বলা;
হতাশা-বেদনায় কবিতার বুকে
এঁকে যাওয়া কিছু ছলাকলা!


ভরেছি পাতা নানান আখরে
আজ -
ইতিউতি ভাসে ছবিগুলো ছিন্ন মুকুরে
উঠেছে ভরে জীবনজুড়ে যত গেছি দাগ আঁকি
দিন অবসানে পারি না মিলাতে কেন
ভাবের কাব্যগাথা?


পূর্ণ হয়েছে - দেখি আজ, আগাছা জঞ্জালে
আমার কবিতা খাতা!