সহজ কথা কইতে নারি কইতে গেলে বাজে।
মন পুড়ে খাক কয়লা তবু বৃথাই মরি লাজে।
দুঃখ-সুখের জীবন খেলায় আমরা সবাই জোকার
অলীক ভাগ্য খুঁজে ফিরি নেই কিছু যার আকার।


কে তারে পরায় কাজল, কী মোহে জড়ায়?
হৃদয় ধরিছে হৃদি সে কোন আবেশ মায়ায়!
জীবন জুড়ে থাকুক যতই কষ্টমেঘের ভীড়
মনাকাশে ফোটাও আলো হয়ো না অধীর।


আঁধার রাতে বোঝবে কী রূপ দুরূহ ছবির
ঊষার আলো ফুটলে তবেই পালাবে তিমির
রাতের গর্ভে আঁধার যেন, আলোর গর্ভে শূন্যতা
সীমার মাঝেই লুকিয়ে থাকে সতঃ দ্রবিণ পূর্ণতা!


প্রেম আর ধোঁয়া যেমন থাকে না কখনো চাপা
লেনা-দেনার হিসাব সেথায় যায় না কিছু মাপা।
প্রেমের বাঁধন শিথিল হলে যায় না তারে রুখা।
রাজার রাজাও হয় ভিখেরী প্রেমের হলে ভুখা।


কী সত্য খুঁজো তবে সম্পর্কের মিহিন সুতোর ডোরে
আত্মার অস্তিত্বই নেই যদি আত্মীয় কি বলবে তারে?
সম্পর্কের ভিত লুকিয়ে রয়েছে আত্মার গভীরতায়
মননে অনুভবে আর প্রিয়সঙ্গের নিবিড় ঘনিষ্ঠতায়।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৬৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।