গল্পের শুরু আছে জানি,
শেষ কোথা? কে বা জানে নিয়তির কৃতি
জীবন খুঁজি বাঁচার মাঝে
কবিতা গানে গাঁথি কিছু তার স্মৃতি।


দেবো কি উপহার –
বিরহিনী জীবনের এক টুকরো আকাশ!
পরবে কি গলে ফাঁস
বুক ফাঁটা চাতকের অযুত দীর্ঘশ্বাস?


নীল জোছনার মধুর মায়ায়
প্রণয়ের চতুর্দোলায় ছন্নছাড়া বেশ!
সাত-সতের সতরঞ্জিতে
আটখানা সুখ পূর্বরাগের বর্ণিল আবেশ।


চন্দ্রমুখী ইচ্ছেগুলো
সুখ ছাপিয়ে ছুটে, ব্যথায় এলোমেলো
শান্ত দুপুর চোখ মেলে চায়
আলভোলা সুখ ফোটে, আলোয় ঝলোমলো।


কী বাসনা আছে দেখার?
গুনতে পার এই অবেলায় শান্ত নদীর ঢেউ!
পোড়া কপাল ভেসে গেলে
খোঁজ মিলে না তার; কোথায় আছে কেউ।
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৭১) কাব্যগ্রন্থে প্রকাশিত।