নিজের যা অধিকার – সে-ই না স্বাধিকার!
সে কি ছেলের হাতের খেলনা?
লক্ষ ভাইয়ের তাজা লহু অযুত মায়ের কান্না,
বীরাঙ্গনার গ্লানির বিষাদ, আমজনতার ফ্যাসাদ।

নয় মাস মা গর্ভ ধরে যেমন কষ্ট করে
নয়টি মাস; তার ছেলেরা জীবন-বাজী পণ করেছে
রুখতে জানোয়ার, রাখতে মায়ের মান
লক্ষ মানুষ মাঠে-ঘাটে প্রাণ দিয়েছে বিপন্নতায় হেসে।


নয়টি মাসের কষ্ট শেষে রক্ত নদীর ধারায় ভেসে
জন্ম নিলো নতুন শিশু লাল সবুজে মুড়ে
স্বজনহারা আমজনতা, দেশের মানুষ দুঃখ ব্যথা ভুলে
বিপুল আশায় করলো বরণ তাকে -
মায়ের চোখের মুছবে পানি, বোনের ঠোঁটে হাসি,
ভাইটি আবার গড়তে স্বদেশ বুক ফুলিয়ে লড়বে:
যুগান্তরের পরেও কেন
তারাই আবার স্বাধীনতাটা খুঁজবে?


অর্থবহ করতে হলে স্বাধীনতার মান
জনগণকে পেতেই হবে স্বাধিকারের সম্মান
দুষ্ট গরু গোয়াল ঝেড়ে করতে হবে সাফ
হিংসা-দ্বেষ বিভেদ ভুলে উড়াই এসো লাল সবুজের নিশান।
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৭৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।