অল্প কথার গল্প ছলে
আধখানা ঠোঁট হেসে বসলে কাছে এসে,
মুখ লুকিয়ে গ্রীবার নিচে বললে ‘সরি’!
‘ঠিক আছে সোনা’ –
মলিন হেসেই বিলাই সান্ত্বনা...


‘না, ঠিক নেই’ - এই না বলে
অস্থি-পাঁজা'য় মুখ লুকিয়ে
‘স্টেথো’র মত কান চাপিয়ে
শুনবে হাপর উঠে-নামে
বলবে আবার ‘আমায় করো ক্ষমা’।  
অধোবদন মলিন ভূষণ
ভাষাহীনার প্রিয় ভাষণ;
কোরক মাঝে গুটিয়ে যাওয়া কলি!


মূক-স্থবির মৌনবাণীর অনড় অটল পাতা দুটি
নীরবতার আগল তুলেই প্রকৃতিকে কইবে কথা
আপন ঠিশারায় -
উদ্বাহু টান রাঙা অধর মনান্তরের ভাষা...
প্রকৃতি ঠিক বুঝে নিবে মনের সকল কথা!


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।