মনকানা প্রেম বিরহ বোঝে না,
সে কি বোঝে
পরাণ গহনে ফোটা কুমুদ কুসুমের কথা?
কী করে জানবে সে
কত মরমি ইতিহাস তাতে রয়েছে গাঁথা?


হায়, কে'বা তারে খুঁজে পায়
বিচিত্রিতার নন্দিত আঙিনায়
ভালোবাসা রূপখানি
ফুটে না যার প্রসন্ন চিত্ত-মননে
কী বা গহন পরাণের তলে
তার কীবা আছে: মূল্য তূল্য বোধ?


অলকানন্দের পলক পরশ
যে হৃদয়তন্ত্র যায় না ছুঁয়ে
তিয়াস মিটাতে সে কি
দাহ্য-দাহনের পরোয়া করে?
অন্তরই যার নেই, শূণ্য বলয় জুড়ে
তার কী আছে ঠিকানা বিশেষ?