কী বীণা বাজালে আমার হৃদয় তারে
কী সুরে ভাসালে আমায় সুখের নীড়ে
যে গানের আবেশে আজ নিজেকে হারাই
সবটুকু মন উজার করে নিঃস্ব হয়ে যাই!


যে বচন মধুর আভায় জীবন রাঙায়
বাসর রচনা করে কোন সুখের ভেলায়!
সে গানের স্বরলিপি লিখি জীবন খাতায়
সুরের আকাশ নামে দুই চোখের পাতায়।


দুই দিগন্তে দুটি তারা মিটিমিটি জ্বলে
আশাহীন ভাষা বুকে জাগে পলে পলে
মূক মূঢ় ভালবাসা সে কি শুধু মায়া
মনে মনে এঁকে যায় একই আলোছায়া?


জানে তারা কোনদিন হবে না মিলন
দিগন্ত কখনো মিশে হবে না কো লীন।
যদি ভাললাগা ভালবাসা যায় হারিয়ে
জীবন ঊষর হবে জানি স্বপ্ন তাড়িয়ে।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৬১) কাব্যগ্রন্থে প্রকাশিত।