তারাময় আকাশের এই খোলা চোখ
রাতের নীরবতা অটুট রাখে
পাহাড়ি স্বপ্নে ঝর্ণার কলতান গীতি
ক্লান্তিহীন দিবসের কথকতা,
দখিনা মলয়, দাম্ভিক মেঘের গুরুগর্জন
ইশারায় গোপন আলাপন
সবই আছে আগের মতোই
মোরা নেই কেউ কারো কাছে।


কুলায় কূজনে ক্লান্ত পাখির তান
আবির লাজের রাঙা আকাশ
ফেরিওয়ালার হাঁকা-হাঁকি
নেই কি গো আজ এই দেশেতে
নেই কেবল ওই একটি চাতক
মিষ্টি প্রিয়ার রঙিন ছবি
একটাই তো অভাব আছে -
আপন প্রিয়ার বাহুর বাঁধন।


মাঠের ‘পরে শান্ত দীঘির ঘাট
বন-বীথির ফিঙে শালিক
রাখাল বেণুর বেহাগী সুর
একতারার ওই উদাসী গান
সবই আছে আগের মতই
খুঁজবো কি আর নেই হেথা আজ
নেই তো কেবল সলাজ প্রিয়ার
মনের গোপন মানুষখানি।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৩৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।