প্রাণের যে স্পন্দনে
তোমায় আমি নিবিড় করে চাই
সে হাওয়ায় ভেসে যাবো।


যে প্রেমের বন্ধনে
তোমায় প্রিয়ে কাছে পেতে চাই
সে বাঁধনে ফেঁসে যাবো।


আঁখি তারার কম্পনে
যে ভাষা তুমি বোঝাবে আমায়
সে ভাষায় সুর দেবো।


নূপুরের নিক্বণে তুমি
যে ছন্দ তুলবে চলায়
আমি সে পথেই পাড়ি দেবো।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।