ইচ্ছেদের কী বাড়-বাড়ন্ত
ইচ্ছেমত চলায়
হালকা লয়ে ফুড়ুৎ-ফাড়ুৎ
উড়ছে সারা বেলায়।


ভুল পোষণের ভুলের যামে
সত্য অসারই হয়
আলোর বেশে মরীচিকাও
ছড়ায় মহা বিষ্ময়!


আলো ভেবে মিথ্যেটারে
ধরলাম আপন ভেবে
কোন আলেয়ার গোলাকধাঁধায়
অতলে যাই ডুবে।


মেঘে মেঘে দেখি, আরে!
বেলা যে হয়েছে ঢের!
ভাঙাপাড়ে দাঁড়িয়ে আছি
পাইনি একটুও টের!


এতদিন জেনেছি যারে
সুফলা ধরিত্রী
দিনের শেষে পুণ্যভূমি
কী না বিষম রাত্রি!


নটে গাছটি মুড়িয়েছে
পথের সীমার শেষে
গল্পখানাও ফুরিয়েছে
আবেগ মোহের বেশে।


আসি তবে দেবযানী
আর হবে না গল্প
ফুরিয়েছে পোড়া মনের
সকল জল্প-কল্প।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৯) কাব্য সংকলনে প্রকাশিত।