শুকপাখি উড়ে যাবে হাতে নিয়ে প্রাণ
বেদনা-বিষাদ-মাখা বোধগুলো একদিন
মিশে যাবে যা ছিল সে - পাহাড় প্রমাণ।


নিঠুর পৃথিবীর অনাদৃত আগন্তুক আমি:
একদিন যেতে হবে ফিরে সেই ঠিকানায় -
অন্তিম বাসর যেথা রয়েছে আসীন।


লীন হয়ে যাবে সবই -
জগতের সুখ ব্যথা, আবেশের শিহরণ
জীবনের কথকতা - সমূহ আকর।


কোলাহল প্রান্তর এই লোকালয়
পড়ে রবে সবই হেথা ছিন্নপত্র সম
ধূ-ধূ ফাঁকা; শূন্যবত এক খেলাঘর।
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-০৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।