অপ্রেমবিদ্ধ মন নিয়ে ভালোবাসা যায় না
সংবেদী মেঘের মল্লার রাগ বাতাসের বুকে
নির্নিমেষ বায় শোনা যায় বটে
অশ্রুত পাঠে
অপাপবিদ্ধ জলে আগুনের হুল -
তাও না-হয় একবারই ফুটে!


জীবন যে একটাই -
তারে তো ভাগ করা যায় না!
আবেগের ছল-ছুতোয় তাই
প্রেম গড়ে উঠে না
একমূখী পথ-রেখার দ্বিমূখী গতিধারা -
গতায়াতে তাল-শোভা পায় না।


মন-প্রান্তর জুড়ে ফুটে থাকা
ভালোবাসার বুনোফুল
ফাগুন বিহনে মলয়ার রাগে
পায় না সে সমাদর
অবুঝ ব্যথার নিলাজ ছবি
এঁকে যায় নিভৃত মনকোণে।


গোলাপ প্রতাপে যদি বিধু
কালের প্রকোপে নিভে
মধুপ সকাশে থাকে না প্রেমের আশ  
জলজ প্রপাতের প্রান্ত সীমানায়
জন্মান্তরে ছাতিম ছায়ার
হলে আয়ু ক্ষীণ,
জোটে না প্রবাহের প্রণোদনা বুকে
নির্ঝরিনী লুকায় ঢাকতে চটুল মুখ।


প্রেমের বকুল না-ই মিলোক
বিফলে বোনা মালা রচনায়
যাক না ঝরে যে যায় সরে
কালের বিলীন খাতায়
স্মৃতির মাঝেই বেঁচে থাকুক
নির্মোহ ত্যাগ তৃষা ভালোবাসা।
খোঁজো না তারে যায় যদি দূরে
নিগূঢ় আদিখ্যাতায়।