পলকের দৃষ্টি -
চকিত চাহনি এঁকেছো বারেক নয়ন ‘পরে
ধরণীতে এ কি ঘটেছে প্রলয়; সুনামী না ভূমিকম্প?
আঁখিতারা হলো অনড়-অবশ, দ্রুত হৃৎ-স্পন্দন
তরঙ্গে ভেসেছে হৃদয় প্রেম-গোমতির টানে
নিমেষে বুনেছি ইতিহাস এক, হাজার বছর পালা।


এইক্ষণে -
শাজাহান আমি; গড়েছি তাজম’ল এঁকেছি স্বপন সিঁড়ি
ক্ষণে জাগা নেশা, সেই ভালবাসা লুকবো কিসে?
কুন্তলধামে কস্তুরী নেশা, প্রশ্বাসে জাগে কামিনীর মায়া
অলখে মিশেছে ঠোঁট, পাঁপড়ি পরাগে মাধুরীমা খোঁজে
বুনেছি স্বপন, কামনার বন জ্বলেপুড়ে ছারখার।
  
সুরাহীন সাকী ওগো -
পলকে পালক কায়াতে মায়া নিবিড় আঁখির বানে
কামনার শতদল মেলেছে এবার, বুভুক্ষু হৃদয় ভুলেছে ক্ষমা –
অজান্তে ভেসেছে সুখের পাথারে - প্রেম-প্লাবনের বানে....
পলকের মোহজালে ভেসেছি দু’জন করেছি অবগাহন
তবু তোমায় জেনো করি নি তো কোন অনিষ্টে দাহন।


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৩১) কাব্যগ্রন্থ এবং
★ 'কাব্য মঞ্জুষা' (পৃষ্ঠা-১০) কাব্য সংকলনে প্রকাশিত।