আশার মরীচিকা –


আশার মরীচিকা মাঝে স্বপ্ন দেখে
জীবন আমার – হিম শীতলতায় ঢাকা
মেরু প্রদেশের গহীন পর্বত মাঝে
উষ্ণতার পরশ ছড়ানো ধূমায়িত কফি,
সকাল-সন্ধ্যা সূর্যের লুকোচুরি খেলা,
কুজ্ঝটিকাবাহী ধাতব বাতাস,
স্পন্দনহীন হৃদয়খানা তবু
উন্মন হতে চায় জীবনের শাশ্বতঃ গানে!


হায়েনার দৃষ্টি –


জীবন আমার মহারণ্যে ছোট্ট পাখীর নীড় -
সাঁঝের লালিমা শেষে এতটুকু আশ্রয়।
সুনিবিড় কোমলতার স্নেহার্ত কুলায় যেন
হায়েনার লোলুপ দৃষ্টি;
তছনছ করে দেয় তাবত সুখের মেলা।
বীভত্স নিধির বুভুক্ষু আক্রোশ
চেটেপুটে নিঃশেষ করে আমার
প্রতিটি সময়; প্রহর দন্ড পল!
----------------------------
** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।