বাত্সল্যের চাষাবাদ –


সহজে সরলে জটিলে কঠিনে,
জীবন তবু স্থায়ীত্বের ধ্বজাধারী সৈনিক।
হানাহানি আর দ্বন্দ্ব-সংঘাতের কোলাকুলি,
আত্মকেন্দ্রিকতার মাদকতায় সিক্ত নাটক।
ভালবাসার উর্বর জমিনে বাত্সল্যের চাষাবাদ।
রোগ মহামারি আর হিংসা-দ্বেষের আধার
অনূঢ়াবতীর বুকে ঠাঁসা অব্যক্ত কথামালা -
প্রথম প্রকাশের মত; বিড়ম্বনা মাত্র।


আশির্বাদ –


জীবন যেন গো নীল খামে চিঠি -
প্রেমিকের আবেগ বয়ে আনা
ডাকপিয়নের দু’পেয়ে আশীর্বাদ।
নিরন্তর জীবন এক দেউলিয়াত্বের নোটিস।
প্রতিটি কোষে অণু-পরমাণুতে
বেঁচে থাকার সগর্ব উপস্থিতি।
বিলীয়মান জীবনও পিছু ফিরে চায়
ঘোষনা করে আপন অস্তিত্বের কথা।
-------------------------------
** আমার দৃষ্টিতে বারবার নানান আঙ্গিকে দেখা জীবনকে কবিতায় তুলে ধরতে গিয়ে কবিতাটি অনেক বড় হয়ে গেছে। কবিতাটি ১৯৮৮ সনে লেখা; পাঠকের ধৈর্যের কথা বিবেচনা করে (নতুনভাবে সম্পাদনা ছাড়াই) পর্যায়ক্রমে দু'টি করে স্তবকের পোস্ট দেয়া হচ্ছে। কোন স্তবকে পূর্ণ ভাব প্রকাশ না পেলে অনুবর্তী অংশে সেই ভাবটি খোলাসা হবে - আশা করছি। ধন্যবাদ।