লিখছি হেথা কবিতা ভাই
সাজ-পোষাকে কবিয়াল
কাটতে দাড়ি ধার দেবো কি
খাপছাড়া ক্ষুর তরোয়াল।


লিখছি মনে যা আসে তা-ই
কবি হবার বাসনায়
ভাব না এলে করি কি আর
তাল-বেতালের গান শোনাই।


তবু তো ভাই পাঠক কিছু
আছে আমার কবিতার
গুণী কবি পান না কদর
নেই যে গুণীর সমঝদার।


ছুঁচোর দৌড় ঝোলায় আমার
কলার নাম কাব্য সাগর
ভান করি মুই কতই জানি
কাব্য কলায় স্বনির্ভর!