কবিতা লেখার দিন নয় আজ,
বসন্ত ফুরোলে দিন – সময় এখন উৎসন্নে যাবার,
দিনভর ডাকাডাকির সুরেলা কোকিল তাই অঝোরে ঘুমায়!
বোধের আকাশে বন্ধ্যা মেঘের আনাগোনা
কবিতার গতর ছুঁয়ে উঠে আসে অচেনা সুর
খিন্ন বোধের বেহায়া দেয়ালে জাগে পরিস্রোত ব্যথার নদী
তার নিষিক্ত ভ্রূণে হারিয়ে যাই ক্রমশঃ
খুঁজে নিই অচেনা ফুলের অমিয় সুবাস।


যে পথ হারিয়ে যায় যাযাবর স্রোতে
তার পাণে চেয়ে থাকি; সে কি-না পিছু ফিরে দেখে?
আবাল্য লালিত চেতনার ঝুলন্ত নোলক দোলে
চেনা গন্ধে আবার স্মৃতি ফিরে পাই
অনিকেত রই, হই যত স্বনামে বিলীন
স্মৃতির অতলে পড়ুক না হয় বিস্মৃতির ধূলি
আবেশে রাঙায় ভুবন, সে আলোর নাচন কী করে ভুলি?


সুরগন্ধা নিশিথে বিলুপ্ত প্রহর জাগি হররোজ
কাব্যিক ডানায় ঝরে সময়ের বিরহ পালক
আটপৌরে নিশিথের চেনা পথে হেঁটে যায়
অচেনা বাঁশরীয়া; বাজায় সে মধুর মুরলী -
ওই বাঁশিটাই আমি বাজিয়ে যাই নিয়ম করে
যুগপৎ সময়ের সুলেখা প্রহরে তাই
ভুলে যাই ক্রমে কবিতা লেখার চেনা বন্দর
আনমনে খুঁজে ফিরি চেনা সুর, গন্ধ ও সুখের লহর।