* বাংলা-কবিতা আসরের সকল কবি বন্ধুর প্রতি উৎসর্গীকৃত।


উজ্জ্বল তাপস আলোয় আমি যেন এক স্তিমিত পিদিম
সুখের পরশ পেয়ে আলোর নিচে জ্বলি বন্ধুপ্রতীম।
হৃদয়ে রেখো বন্ধু আমায়, দিয়ো গো প্রাণেতে ঠাঁই
সুখে-দুঃখে ভালয়-মন্দে তোমাদের যেন পাশে পাই।


শুক্লা দশমীর ভরা চাঁদ, বন্ধু তোমায় জানাই নমস্কার
স্বজন মত বন্ধু পেলাম; বিধাতার এক সদয় পুরস্কার!
এ দানের জানি নেই কোন প্রতিদান, যেন এক মণিহার
তোমাদের ভালোবাসার কাছে বন্ধু আজ মেনে গেছি হার।


দিতে পারি শুধু উদগত বাণী হৃদয় নিংড়ানো তপ্তশ্বাস
এ ঋণ জীবনে শোধতে পারব কি-না নেই তার বিশ্বাস!
প্রাচুর্যে ভরেছি প্রাণ পেয়েছি অগাধ তোমাদের ভালোবাসায়
ঠাঁইটুকু যেন অটুট রাখতে পারি; বেঁচে আছি সে আশায়।


রক্ত নই, ভাই নই, নেই কোন পিতা-পুত্রেরও বন্ধন
তবু কেমনে হৃদয়ে পুরে করে যাও স্নেহ-প্রীতি-চুম্বন।
সকলের তরে আমার এ উচ্চশির হোক আজ অবনত
আশিস কর; এ প্রেম যেন সদা রাখতে পারি সমুন্নত।
-----------------------------------------------
* লেখাটার অংশবিশেষ গত ২০/১০/২০১৫ তারিখে আমাকে লেখা মাননীয় কবি প্রবীর চ্যাটার্জীর কবিতার জবাবে মন্তব্য হিসাবে দিয়েছিলাম। সেই লেখারই পরিমার্জিত সংস্করণ এই কবিতা।