পিছুটান পিছু ডাকে অদেখা আলেয়া,
স্বপন ছুঁয়ে যায় তোমার শিরোনাম;
আমি ভিঞ্চি হলে তুমি মোনালিসা।
ফ্রেমে দাঁড়িয়ে হাসবে তুমি, ভিঞ্চি কাটবে দাড়ি।
নুন-পান্তা-শাকান্নে আমি, তুমি দর্শীতা…
মিটিমিটি তারাজ্বলা মোহন হাসিতে
ভোলাবে এসো আমার দীনতা…
ভালবাসা ভালবেসে খুঁজে নিবে ভাল বাসা…
আমি তুমি, তুমি আমি মিলেমিশে
একটি নীড় গড়বো খাসা।


🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১৩) সংকলনে প্রকাশিত।