চাঁদ কি জানত কখনো - আমার মনের কথা?
তার-ই তো ফেননিভ দীপালি চাদরে ঢেকেছিল
নির্ঝরিণীর ছটায় ভাসা অস্ফুট ছন্দের ফোয়ারা
তুমি তো ছিলে প্রকাশ-মুখর অক্লেশে গে’ছ গেয়ে
বুকে পোষা স্বপ্নে ছিল যত ভাবনার কাব্যরেখা!


জুঁই ফোটা আকাশের নিঃসীমে বিছানো মহিমা,
দীপ্ত বিভার রমণীয় সৌরভে জাগে মাদকীয় মোহ
পতঙ্গ জানে না; অগ্নি-প্রেমের শাশ্বত পরিণতি,
কিভাবে জীবনের আত্মাহুতি হয় সে কিসের টানে
ঝলসে যায় পাখা, পোড়ায় হৃদয়, মৃত্যু ধূসর...


--তুমি কি এসেছিলে?
ক্ষণকাল নীরবে দাঁড়িয়ে উঁকি দিয়েছিলে হৃদয়ের চৌকাঠে!
বৃষ্টিভেজা আবছা কাঁচে আমি এঁকেছিলাম ছবি –
রাতের নীরবতায় ছিলাম তোমারই প্রতীক্ষায়,
নক্ষত্রদের ভিড়ে তোমার ছায়া কি জ্বলতে দেখেছি!
তবে, কোন নীলিমায় তুমি ছিলে অভিসারে?
সরোবরকে আয়না ভেবেই রাতভর দেখেছি সে মুখ!