আহত যে ভুলতে পারে জ্বালা
আঘাত সেরে সুস্থ সবল হলেই
সকল ব্যথা যায় সে ক্রমে ভুলে।
অপমানের অন্তঃর্জ্বালা -
ভুলতে পারা ভার;
গুমরে জ্বলা তূষের আগুন
জ্বলে সদা অন্তর্দাহে থাকে দীপ্যমান।


অপমানের তূষাগ্নিতে জ্বলে
হয় না কোমল কেহ, নয় কো উদার
নয় তো সহনশীলও
সয় না পীড়ন সোহাগ তোষণ
শীর্ণকায় বেষ্টনীতে বন্দি হয়ে পড়ে
পায় না সে পথ পরিত্রাণের
জ্ঞান মেধা দিয়েও যায় না মুছা ব্যথা।


অপমানের অন্তর্দাহ গ্লানির মালা হয়ে
পোড়ায় হৃদয়, পোড়ায় প্রহর
জ্বালায় জীবন সর্বব্যাপী
উপায় খুঁজে প্রশমনের;
পায় যদি সে উচ্চ আসন
মর্যাদার বিশেষ অভিষেকের
তবেই জ্বালার হয় অবসান, তূষাগ্নিরও হয় যে নিবারণ।