মর্মর পাথর খোদাই করে হয়তো বা
ফুলও ফোটানো যায়, কিন্তু তা মেকি!
জড় পাথর ভালবাসার মর্ম বোঝে না,
পাথরের বুকে তাই ফুলও ফোটে না।


বিশ্বাস আহত হলে মনও আহত হয়,
অতল বিশ্বাসের অপর নাম ভালবাসা
বিশ্বাস মরে গেলে মনেরও মৃত্যু হয়
ভালবাসা মরে গেলে মানুষ হয় নিঃস্ব।


চেতনা মানুষকে আকাশ উচ্চতায় তুলে
আবার পাতালের অতল গহ্বরেও নামায়
অবচিত চেতনার মূল; দূরদর্শিতার অভাব
স্থির কর বন্ধু; কি হবে তোমার পরিচয়?


ভ্রম মোহে আচ্ছন্নতা - স্বপ্ন নয়, অপস্বপ্ন
সুস্থ মনোচিন্তনে এসো গড়ি সবল স্বপ্ন।