সদ্য শোকের শোনিত ভেদি
     উঠেছে ঈদের বাঁকা চাঁদ
          সাম্য-প্রীতির কসম করো
               সাচ্চা মুমেন মিলাও হাত।


ধর্ম যেন হয় সকলের
     সাম্য-ন্যায়ের হাতিয়ার
          ধর্ম হোক না মাথার মুকুট  
               সৃষ্টি তো নয় তার বরদার!


ধর্ম এলো সৃষ্টির পরে
     করতে শালীন সৃষ্টিকে
          এরা এখন ফায়দা নিতে
               কেমনে বিকোয় ধর্মকে।


ধর্ম তরে নয়তো মানুষ
     মানুষ তরেই ধর্ম যে
          ধর্ম থাকুক সৃষ্টি মাঝেই
               ধ্যান-চেতনার সব কাজে।


সত্য ধর্মের মহিমা যদি
     মানবতার মতবাদ
          জুলুম কেন সৃষ্টির পরে
               যাপন-কর্মে সাধবে বাঁধ?


রক্ত নদী ভেদ করে যে
     আজ এসেছে ক্লিষ্ট ঈদ
          মর্ষিত হোক ত্যাগ হাহাকার
               ভুলো শত্রু-মিত্র ভেদ।
-  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -  -
* গুলশানের বর্বরোচিত হত্যাকাণ্ডের রক্ত শুকায় নি, এসেছে ঈদ। ঈদ মানে - খুশি বা আনন্দ। তাজা রক্তের ছোপ গায় নিয়ে আনন্দ করা যায় না কিন্তু ধর্মীয় বিধানের ঈদ পালন করতেই হবে। তাই, এই ঈদ আনন্দের নয় - ক্লিষ্ট ঈদ। গুলশান হত্যাকাণ্ডের নির্মম বলি সেই হতভাগ্য শহীদানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৮) কাব্য সংকলনে প্রকাশিত।