বৃষ্টির আশায় বাঁধলাম ছড়া
পড়বে টাপুর টুপুর
আর কটি দিন ধৈর্য ধরো
ভাসবে সকাল দুপুর।

বিনি ছাতায় ভিজে যখন
আসবে ফিরে বাড়ি
মনে করে আনবে কিনে
সর্দি নাশক বড়ি।

বৃষ্টি যদি আরো একটু
মধুর করতে চাও
সর্দির সাথে একটু কাশি
হালকা জ্বর বাঁধাও।


গায়ে ব্যথা মনটি নিশপিশ
আহ, সুখ বিছানার ওম
টক ও ঝালের ভর্তা খেয়ে
দাও না একটা লম্বা ঘুম।

কাজের ছুটি, গিন্নীর যত্ন
ঠিকই যাবে মিলে
থাকলে দেনা, পাকবে কাঁঠাল
পাওনাদারের কিলে।