(গীতিকাব্য)


সখি, কী বিষে তুই করলি আমায় বশ
কোন স্বপনের জাদু দিয়ে
মনটা আমার নিলি কেড়ে
কী সে প্রেমের বীজ বুনেছিস
ভালবাসার সেচ দিয়েছিস
সুখ স্বপনের সে কোন সারে
বুকের জমিন হলো আজ সরস?
কী বিষে তুই করলি আমায় বশ


ভাই-বোন-মা পড়শি বলে
পাষাণ নাকি আমার হৃদয়
দয়া-মায়ার ফোঁটা নাই তিলেক
এখন তবে কোন সে টানে
ভাসছে এ মন প্রেমের বানে
ভালোবাসার বান জেগেছে
তুই বিহনে জীবনটা কেন লাগছে রে নীরস?
কী বিষে তুই করলি আমায় বশ


ফাগুন দিনের আমের মুকুল
যেমন সরেস তেমন মধুর
তোর হাঁস-ছানাটির কোমল ছোঁয়াও
ভাল লাগার মায়া জাগায় মনে
ফোটা ফুলের খাইতে মধু
করছে যে মন উড়োউড়ো
লাগছে চোখে সে কোন নেশার পরশ।
কী বিষে তুই করলি আমায় বশ