ছন্দ থাকুক মন্দ গতির
যেমন; নাব্য নদীর ধারা
ছলবলিয়ে বাজুক প্রাণে
মুগ্ধ সুরে আকুল করা।


অন্ধ বধির হোক না কবি
কী আসে যায় তাতে?
অন্ধ কবির বন্ধ কলম
ঝলসে উঠুক রাত-বিরাতে।


মনে জাগা কষ্ট-ব্যথা
যাক না ধুয়ে বৃষ্টিতে
নীল-নীলিমায় সুর তোলা চাই
প্রীত মধুর সৃষ্টিতে।


ঋদ্ধ কবির রুদ্ধ বাণী
জাগুক নীরব ফুঁৎকারে
মনের গোপন কষ্ট-গাথা
যাক ভেসে যাক সৎকারে।