প্রেমময়ের অমিয় সুধায়
জীবন হয় সে মধুময়
প্রেমই জীবন প্রেমে মরণ
প্রেমে নেইকো লাজ ও ভয়।
 
প্রেম ধরে যে বুকে এতো
চায় ছুঁতে সে আকাশটা
বিনা মেঘেই শ্রাবণ প্লাবন
রক্ত ঝরায় ফুল কাঁটা।
 
প্রেম দাহের কঠিন অনল
বুকের খাঁচা জ্বলে যায়
সোহাগ-প্রণয় নিমেষে প্রলয়
বিবাগী মন সুর হারায়।
 
প্রিয়জনের অবহেলায়
হৃদয়ে ঝড় বয়ে যায়
চেনা আঁখি ব্যথা লাজে
প্রীতি হারায় মুখ লুকায়।
 
চৈতী-দুপুর নিদাঘ দাহে
নয়ন জুড়ে বয় প্লাবন
অচেনা মনে কোন খেয়ালে
কাঁটার মালা হয় চয়ন!