আজ, স্বপ্নের আবাহনে পেয়েছি খবর
মনের অতলে যেন কে খুঁড়েছে বিহ্বর
কূলহারা সন্ধ্যায় দীপ জ্বেলে যাই
কোথায় হারালো মন কোথা খুঁজে পাই।
চেনা সুর কেনা গান ঠোঁটে ভেজে যাই
সুরের ভুবনে ভেসে নিজেকে হারাই।

দৃষ্টির আড়ে কে গো লুকিয়ে থাকে
খুঁজে যারে ফিরেছিনু পথের বাঁকে।
চকমকি বিনোদিনীর মোহন চেলি
খেলে যায় মনোঘরে রঙের হোলি
নিঃঝুম এ সন্ধ্যায় আমলকি সুর
বেজে উঠে চেনা লয়ে অচেনা নূপুর।

ঝিরিঝিরি বাতাসে জোছনা ভাসে
প্রজাপতি খুলে মন উড়ে হরষে
আশা আশা ভাসা ভাসা কী যে দুরাশা
অতল মনের তলে বুনি স্বপ্নভাষা।
মৃণ্ময়ী স্নেহশীলা দিবস যামী
আশিস বিলায় সদা দেয় প্রণামী।