হাজার শিরোনাম, মন্ত্র তো একটাই;
যা-ই যাক, যা-ই থাক পুরাবো মনষ্কাম।
বক্তৃতা, মুখ তিতা কত শত জটিলতা!
বোকাদের বাঁচার আশা –
প্রেমের আবাদ ভালবাসায়
কত শত নামে বলি জীবনের কথাকলি
শত গান নীরবতায় মন্ত্র তো একটাই;
সুর তাল জুড়ে তাই একঘেয়ে পড়ে যাই -
হার কিছু মানব না, জীবনে তো টেকা চাই।

মনুষ্যত্ব মানবতায় গড়ে তুলি একতা
শব্দরা মুখর হয় কবিতার খেরোখাতায়
ঈগল ছোবলে ছিনিয়ে নেয় সকল একাগ্রতা।
কে শোনে কার কথা, নিজে রচি নিজ-গাথা
কত কী যে অভিধা বিফল সবই তা
আপনারে ছাড়া ভবে কিছুই বুঝি না কথা।

যে ভাবেই বল ভাই কথা রবে একটাই
আপনার ভাগটা ছোট কিছু মানব না...
আমার পকেট আমারই থাক তোমারটিও আমারই
নয়তো ভাববে স্বার্থপর, কেউ কি আর আমার পর?
সবাই কি হয় এমন বলো -
ভাবনার এই দুর্বিপাকে যাকে তাকে
ভাবতে পারি আপন বলে?