যত দূরে যাই, যত সুখে থাকি
কোথা পাই বলো
এমন সোহাগী মায়ের কোল
সব ভুলে গেলেও
ভোলা কি গো যায়
মায়ের মুখের আদুরে বোল?


শিমুলে পলাশে চেতনার রঙ
বীথিকা-কুঞ্জে কোকিলের গান
সবই - মায়ের ভাষায় উদ্ভাসে
শান্ত নদীর কুলুকুলু তানে
রাখালিয়া বাঁশীর ভাওয়াইয়া গানে
কী মধুর সুর কানে ভাসে!


মায়ের ভাষার গরবে আমার
ফুলে উঠে বুকখানা
কী পরম অহংকারে!
সে ভাষা একদিন বিশ্ব-সভায়
জানি ইতিহাস হবে
সমাসীন রবে প্রদীপ্ত শিখরে।


রক্ত-আখরে লিখেছে যে ভাষা
শহীদ আমার ভাই -
রফিক সালাম বরকত জব্বারে
আজ সেই ভাষা দেখ
কেমন; ঠাঁই করে নিলো
বিশ্বসভায় অনন্ত গৌরবাসরে।