সময় হয়েছে ঢের -
আগুন কেমন বিনি-জলেই যাচ্ছে নিভে!
ভাঙনের ঢেউ খেলে আমিষের কোষে
বিশ্রামের স্পষ্ট আয়োজন; ঘনঘটা নিবেদন
না-হোক কাঙ্ক্ষিত, তবুও তা বাঞ্ছিত বিধি।


বিবশ মন - সরে না গহ্বর ত্যাজে
উড়ে না নিঃসীমে অপ্সরা ছন্দে-তানে
ক্ষয়ে যাওয়া চুম্বক টানে না ইস্পাতি বলয় কোন
যত ছিল সপ্তর্ষির বর্ণীল আভা কিছু
কোথা গেল সব? একে একে নিয়েছে ছুটি!


ধমনীর ছন্দপাত - সময়ের প্রতিধ্বনি হয়ে
কানে কানে গোপন মন্ত্রে বলে সমাসন্ন অস্ত-বারতা,
নির্ঝরের খরধারায় চরা জাগে মননের তটিনী ক্ষয়ে
রঙধনুর বর্ণীল ছটা - কেবলই ধূসর লাগে
প্রলেপিত বিধিলিপি মুছে ফেলে ফাগুয়ার রাগ
বাতাসের কণা ছুঁয়ে ভেসে আসে করুণ বিলাপ।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১৬) কাব্য সংকলনে প্রকাশিত।