কখনো সময় হালকা ভীষণ
কখনো তা হয়ে উঠে ভারী,  
তখন এ মন একসাথে কেন
গেয়ে উঠে জীবনের শোকসারি?


কখন যে হায় নিয়তির রোষে
কার গতি কোথা থেমে যায়
কী দোষে কে জানে কোন কারণে
সবল চরণ বারে বারে চোট পায়?


মনের আলোতে দেখতে না-পায় যে
নয়ন জ্যোতিতে কী আর দেখবে
গহন সাগরে স্রোতের টানে কে জানে
কোন চর কোথা গিয়ে জাগবে?


বেশবাসে ভুলে অমূল্য রতন ত্যাজি
সত্যটা নিখোঁজ! বুঝি না রূপের ধরন  
কে জানে কখন কোন আলো দেখে
কার মন কবে কে করে হরণ।


আঁধারেতে ঘেরা নিরাশ জগৎ;
প্রাণের হদিস মিলছে না যেই তৃণমূলে
চুকিয়ে দিতেই সকল হিসাব কে জানে
কোন বাতি কবে কোথায় উঠবে জ্বলে।


বিলাসিত বাসনার নিকষিত সুধা
অমৃতের লোভে আকণ্ঠ করতে পান
জানি না জীবন পূরাবে কখন
ঘুচাবে সে প্রাপ্তি-ত্যাগের ব্যবধান।