রাতের আকাশ জুড়ে বেদুইন তারা জ্বলে
হিয়াপাশে আমি তার একা জেগে রই;
হৃদয়ের কথা যত - বলি তারই সাথে।
তারাগুলো ডুবে যায় তবু চাঁদ জেগে রয়
প্রেয়সী বাতাস আছে আমাদের হাতে।


কুয়াশা চাদর মোড়া সময় যাতনা হরা
দূরের সাগরে ভাসে চাঁদিমার মায়া -
প্রণয় সোহাগে স্নাত সলাজ বধূয়া।
চাঁদবধূ জেগে রয় রাতভর কথা কয়
তামস তাড়িয়ে নাড়ে ভোরের কড়া।


গৌরাঙ্গ রূপের ছটা অপাঙ্গে ধরে
ডিমের কুসুম ফেটা সোনা-রোদ মুখে
গোলাপি আভায় মিশে ফেরে চাঁদ নীড়ে।
ধারালো ছুরির ফলা চকচকে মাজা থালা
চেতনা মাড়িয়ে নামে দিবাকর সেনা।


সপ্রতিভ চাঁদ হায় নিমেষে হারিয়ে যায়
সাগর বধূয়া কাঁদে বিধুয়ার শোকে
আমি তবে আরবার পাড়ি দিই নির্ঝর
দিল-বাহারী স্বপ্নকণায় ধানের শিষে
পরম আশায় আজো সেচি স্বপ্ন সাগর।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-১৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।