অনেকেরই প্রিয় আছি অনেকেই প্রিয়
জানি না তো কে যে হীন কে বা হয় শ্রেয়!
আমার আমি কি তবে ছলনার প্রতিভূমি?
নিত্য কাঁদি সুখের লাগি বেদনার চরণ চুমি।
অন্তর মাঝে যেই সত্তা গেড়েছে নিবাস
কেন আর খোঁজা তারে এপাশ ওপাশ?


পঙ্ক ধুয়ে বিমল করায় কী আছে মানা?
রুধির কণাও যে হয়ে উঠে মুক্তোদানা।
সব ভাল ফুল কি গো থাকে কুসুম বাগে
ফণিমনসায়ও ফোটে ফুল অরূপ রাগে
কণ্টক শুধুই নয় জেনো বিভীষিকার কাঁটা
পেলব কুসুম ফোটায় দেখো কন্টকিত ডাটা।


আছে সুপুষ্ট জীবন তবু কেমনতর ভ্রাত্য সে
হা-ভাতের কঠিন ব্যামোয় নিত্য যে হুতাশে।
ব্যক্ত হলে অব্যক্ত ভাষা, কথারা প্রাণ পায়
ইথারে ভাসালে কথা অনুভবও ভাষা পায়।
পালন করি সবাই এসো পরমত সহিষ্ণুতা
দুষ্টের দমন করেও যেন লালন করি শিষ্টতা।