কিছু সত্য জেনো - সত্যি অপ্রিয় নয়
কিছু সত্য কিন্তু - আদপেই প্রিয় নয়
সত্যে কিছু নেই তো মধু; আছে রূঢ় রূপ
অঢেল সুধা মিথ্যা ঢেকে করে থাকে চুপ।


কিছু মানুষ সত্য মানতে করে ভীষণ ভয়
মিথ্যার ভ্রূকুটিতে সত্যের হয় না পরাজয়।
সত্যের আদলে মিথ্যা দাঁড়ায় শূন্যে করি ভর
মিথ্যা কিন্তু পারে না টিকতে সত্যের উপর।


মিথ্যাচারের জয় জয়কার, ভনিতার গুরুভার
সত্য সাধুর পথটি সদা সযত্নে করে পরিহার।
শুভ্র পতাকার নিচে দেখ নর-অসুরের আবাসন
ধর্মের বর্ম গায়ে বেমানান লাগে অসুরের গর্জন।


সত্য মিথ্যার ভ্রম-ভেদ তো চিরকালই ছিল
সূর্যোদয়ের আভা পেয়েই যামিনী লুকালো!
নয় দ্বন্দ্ব, নয় সংঘাত কিবা কথা বিনিময়
তাপস বিভায় জ্যোৎস্নাও সংকোচে পালায়।


🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১২) সংকলনে প্রকাশিত।