যে দলিলে স্বপ্ন-সুখের বায়না করেছিলাম 
সে বায়নানামা খেয়েছে বল্মিকে
যে বিধিলিপি নিয়তি বলে নিয়েছি মেনে
অপঘাতে তার মৃত্যু হয়েছে কবে! 
মৃতবৎ ছায়াগুলো এখন বিকিয়ে দিতে চাই - 
বিভ্রান্তির সুতোয় বোনা সুচতুর বেনিয়ার কাছে;
চুকিয়ে ফেলবই এবার তুলে-মূলে। 


খর-তাপে ছায়া পাব বলে 
যে পথের ধারে একটি ছায়াধারী বৃক্ষ 
রোপন করতে চেয়েছিলাম 
কালের গর্ভে সেও আজ দেউলিয়া বটে - 
ছায়া চায় সে-ই বেপথের ছিন্নমূলে। 
কালের আজব হাওয়া এমনি বদলায় যুগে যুগে 
কোথায় দাঁড়াব তবে? কোন গৃহে পাব ঠাঁই? 


শুনেছি - অদৃষ্ট নামের পরবাসী সওদাগর, 
বাস তার আকাশের ওপারে আকাশে 
তার হাত, তার কায়ায় বিভ্রান্তি জড়ানো 
ক্ষণে ক্ষণে হানা দেয় তাপিতের ওমে
কাকে তবে দায় দিবে বলো - 
মুগ্ধ চরণ যদি থামে ভ্রান্ত ত্বরণে?