লক্ষ বিবেক জেগে উঠো আজ
বাঁচাতে সুন্দরবন
সুবোধ জনতা এক হয়ে রুখো
সুন্দরীর চরিত্র হরণ।

ক্ষমতার দাপটে আজ যারা হানছে
আপন পায়ে কুঠারাঘাত
ইতিহাস তাদের করবে না ক্ষমা
নিয়তি হানবেই প্রতিঘাত।

সেই দিন আর নয় দূরে বেশি
অনুশোচনা করবে কাল
গনেশ উল্টালে জেনে রেখো
ছাগলও চাটবে বাঘের গাল।


- - - - - - - - - - - - - - - - - - - - - - - -


কবি নূরুল ইসলামের “জাগো পরিবেশবাদী” কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখা কবিতাটি “সুন্দরবন বাঁচাও” আন্দোলনে নিবেদিত পরিবেশবাদীদের প্রতি উৎসর্গিত।