হৃদয় আকাশজুড়ে কী নিঃসীম অন্তরজাল!
রয়েছে বিস্তৃত কতশত অনুভবের ফসল,
আপন পরের বিচিত্র জগৎ;
আনন্দ-সুখ আর দুঃখ-জরার বিবিধ আকর।


তারই মাঝে একপ্রস্ত তীক্ষ্ণ বিদ্যুদ্ঝলক:
ত্রস্তপদে পালায় যাপিত জীবনের শৈশব
কৈশোর আর যৌবনের সুঢৌল প্রহর,
বার্ধক্যের চিলেকোঠায় আলেয়ার পিছু নেয় বিভাজিত মন।


তুলাদণ্ডে মাপা আপেক্ষিক সফলতা-ব্যর্থতার বহর;
প্রসারের ব্যাপ্তি, দৈর্ঘ-প্রস্থের গভীরতা।
অজান্তেই যাচাই করি বিস্তৃত আকাশের সীমানা,
খৈ ছড়ানো তারাদের ভিড়ে খুঁজি অচেনা বন্দর।


হায়! ঘুমঘোরে ছিল মন, বুঝিনি কখন কে যে
ভ্রুক্ষেপহীন দৃষ্টির আড়ে নিভৃতে নীরবে
ভেঙে দিয়ে খেলাঘর, চিরন্তনী বিধিলিপি
রচে গেছে এক নালায়েক স্বপ্নের কবর।