শ্রদ্ধেয় কবি চিত্তরঞ্জন সরকার রচিত "স্বপ্ন/২" শির্ষক কবিতা পড়ে মন্তব্যসূত্রে সৃষ্ট আমার লেখা এই কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি।


স্বপ্ন দেখা


স্বপ্ন দেখি জীবন প্রীতির স্বপ্ন বিধিলিপির
স্বপ্নহীনের জীবন যেন ক্রীড়নক নিয়তির।
জীবনখানা করতে রঙিন স্বপ্নের প্রয়োজন
সুর-সুষমায় পড়ে ভাটা স্বপ্নের বিয়োজন।


শিশু কালের স্বপ্নগুলো রূপকথার সমান
অবাস্তবের বাস্তবায়ন - যৌবন দেয় প্রমাণ
অসাধ্যকে করে সাধন যৌবন মহা-যোগী
স্বপ্নগুণেই ফলপ্রসূ সব যুগের উপযোগী।


যেমন খুশি স্বপ্ন দেখার কোন বিধি নাই
স্বপ্নগুলো সফল করার শ্রম ও নিষ্ঠা চাই।
স্বপ্ন দেখ জেগে হুঁশে মোটেও ঘুমে নয়
স্বপ্নের তোড়ে ঘুম না এলে তাকেই স্বপ্ন কয়।


স্বপ্নবানের স্বপ্ন চষেই জীবন ধন্য জানি
স্বপ্ন থেকেই সকল সৃষ্টি নিতে হবে মানি।
স্বপ্ন ভোলে যে দুর্ভাগা জীবনটা তার বৃথা
স্বপ্ন তাই নেয়ামক আর সফলতার মূলকথা।


ভুবনহরা স্বপ্নগুলোয় আলোর কণারাশি
তাইতো সবাই স্বপ্ন দেখতে এত ভালোবাসি
স্বপ্ন আমার স্বপ্ন তোমার স্বপ্ন হোক সবার
স্বপ্ন দেখেই পাড়ি দেবো অসীম পারাবার।