স্বপ্নের ঘোর-লাগা রজতের চাঁদিমায়
কবিতারা হাঁটে-চলে লাজে-রাঙা পা’য়
সেখানে পৌঁছে যাই ধীরে ভীরু পা’য়
দেখি; নদী-মেয়ে সঙ্গোপনে গান গায়।
মনে হ’ল - এই বুঝি ধরা যায় তাকে
ক্ষণে দেখি ছুটে-হেঁটে পালায় কোথা কে
ছায়া ছাড়া বাগানেতে কিছুই না পাই
কিছু সুধা আলোকণা পড়ে আছে তায়।


স্বপ্ন-নদীর বাঁকে; যেথা জাগে বালুচর
সপ্তরথি পানসি সেথায় করেছি নোঙর।
সেজেছে অলকা-কানন সুন্দর সুখ সাজে
প্রেমরঙে রাঙে মন আধো-আধো লাজে।
বিটপী ছুঁয়েছে নদী কল-গীত স্নেহ ভরে
মলয় গাইছে মৃদু মধু-ক্ষরা প্রীত স্বরে।
ফুল কি জানে - কী সুধা সে ধরে বুকে!
অলির মর্মরে তাই যেন বেজে ওঠে সুখে।


কী সুর জাগছে ধরায়, হৃদয়ে বাজে বীণ
সুধাময় সুখে তাই বাঁচি তারই আজ্ঞাধীন
লুকিয়ে আছে সুধারস সরসিত মধু-চাকে
মোহন সুবাস ফোটে অদেখা কলির বুকে!
যে মধুর আভায় জীবন আজ হয়েছে মুখর
অতুল রাগে রাঙে এ মন; শোভা মনোহর।
যে প্রীতির বাঁধনে প্রিয়ঙ্গু জড়ালে আমায়
কেমনে করি গো শোধ; তোমার এ দায়?
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৪৮) কাব্যগ্রন্থে প্রকাশিত।