তোমায় আলুথালু দেখবো বলে একদিন
উঠে বসি পাহাড় চূড়ায়
চোখ মেলে দেখি; সবই ছিমছাম
বিন্যস্ত রঙ আকৃতি ছায়া সবই পরিপাটি!


তোমায় একদিন সাদামাটা দেখবো বলে
ছুটে যাই অজন্তার গুহায়
দেখলাম আমি; রঙধনু সাজে
প্রসাধিত তুমি ইলোরার রঙ ছেনে!


তোমায় একবার এলোকেশী দেখবো বলে
উঠে চড়ি মেঘের ভেলায়
আকাশের খাঁজে এ কি; ধূপ-শিখা ছেপে
ভাসিয়েছ তুমি কোন দুরাশার আলেয়া!


তোমায় চমকে দেবো বলে একদিন
উঁকি দেই তোমার দীপালি আঙিনায়
দোর খুলে তুমি - চেয়ে দেখি সে কি,
দাঁড়িয়ে আছ যে আমারই অপেক্ষায়!!


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৫২) কাব্যগ্রন্থে প্রকাশিত।