স্বপ্ন-ফুলের মালা গাঁথায়
           জীবনজুড়ে থাকে নানান ভুল
জীবন নদী উজান বেয়েই
           নিত্যদিনে শোধ করি মাসুল।


যতই থাকুক হাতে নাটাই  
              উড়ছে ঘুড়ি কার ইশারায়
যতই বলি উড়ছে ঘুড়ি
          ফিরে দেখি উড়ছি নিজে হায়!


চক্রব্যূহের গোলক ধাঁধায়
                    খায় যদি কেউ ধরা
যায় না বাঁচা সাদা-সিধা
                   হয় সে পাগল পারা।


আসা যাওয়ার পথের ধারে
                   ছিন্ন মুকুল রয় পড়ে
কুড়িয়ে নিয়ে গাঁথি মালা
               ধারণ করি আপন করে।


জীর্ণ সকল শীর্ণ ব্যথা
                যাক না হয় আজ ধুয়ে
মন পবনে পাল উড়িয়ে
                  নাচব সুখের ঢেউয়ে।

এই অবেলায় বন্ধু যদি
                     হারাও পথের দিশা
আঁধার হলেই দু’চোখ জুড়ে
                নামবে ঘোর অমানিশা।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫০) কাব্যগ্রন্থে প্রকাশিত।