ভাল তো লাগে না আর একঘয়েমির একঘেয়েমি
একঘেয়েমির নিপাত চাই
পাগলা হাওয়া পালে লাগাই
চলুক খেলা দিন বদলের করব না আর ছেলেমী।


মেঘ জমেছে মনের কোণে ছন্দ গেছি ভুলি
স্বপ্ন হাটে স্বপ্ন দোলে, বাস্তবতা দূর
দুঃসময়ে ধরণী লাগে বেদনা বিধুর
সুখের ঘরে নেই তো সুখ কষ্ট গিলে চলি।


অধর কোণে ঝরছে হাসি করুণ সুরে বাঁশি
মথিয়া তাতিয়া জাগাই আনন্দ সুর
বেদনারে করি তাড়া রাখতে সুদূর।
ছন্দ আছে জীবনের তালে, আছে দুঃখরাশি।


মনের তলায় গুপ্ত অসুখ চোখ মেলে চায় আড়ে
আবেশে জাগায় রোশনাই শিখা
কবিতারে খুঁজি, পাই না দেখা
স্নিগ্ধ সুবাস ছড়িয়ে রাখি স্মৃতির শিথান ‘পরে।


ভাল লাগার সংজ্ঞা কি গো ক্ষণে ক্ষণে বদলায় -
নিজেকে কখনো ভাবি সার্থক প্রবর; সফল পুরুষ
কখনো দেখি; ঢাল-তলোয়ার-হীন নিষ্ফলা ফানুস
আসলে, মন তো বোঝে না; কী সে পেতে চায়!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৬৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।