ভালোবাসা, হায় বিদেহী ভালোবাসা -
এত বাসা-বাসি তবু ভাল বাসা হলো না খাসা!
আমি নই, দুর্মূখেরা বলে।
অথচ হৃদয় বিদীর্ণ করা ঈগলচক্ষু ভালোবাসার
মোহটানে আছে সে কী ঘোর!
তীক্ষ্ণ নখর-ছোবলে মরে না, হত-বিহত - ফালাফালা।


ভালোবাসা - অনন্ত যৌবনা, শুকালেও মরে না সে,
সময়ের যাতাকলে পিষ্ট হয়েও ফিরে পায় নব যৌবন
শিশির সিঞ্চনেই রসবতী, ফলবতী হয়ে উঠে।
মুমুর্ষু ভালোবাসা এখনো তাই -
বিমর্ষতার আড়াল থেকেও উঁকিঝুকি দিয়ে যায়
চকিতে তার ছলকে উঠা হৃদয় বানে।


যে নিবিড়তায় দেখেছি প্রবল পিটুইটারির ঢেউ
তারই বুকে আজ খানে খানে পলিজমা চরা!
মসৃণতা হারায় গতিধারা, ক্ষণে ক্ষণে কূল উছলায়
গহন তিমিরকালে যদি গো সে চাঁদের পরশ পায়!
অমনই ভালোবাসা সময় বোঝে না গ্রহণ চেনে না
প্রেমের পরাগে অন্ধ আবেগে বেলা-অবেলায় ডাকে!